১০টি দেশ বিশ্বের অর্ধেকের বেশি শরণার্থীকে ঠাঁই দিয়েছে। বিশ্বের প্রবৃদ্ধিতে এ দেশগুলোর অবদান শতকরা ২.৫ ভাগ। এসব কথা বলেছে লন্ডনভিত্তিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্ব ২ কোটি ১০ লাখ শরণার্থীকে নিয়ে এক বিরাট চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কিন্তু যেসব দেশ এ সঙ্কট সবচেয়ে বেশি মোকাবিলা করছে তার প্রতিবেশী দেশগুলোর সমালোচনা করেছে অ্যামনেস্টি। রিপোর্টে বলা হয়েছে, শরণার্থীদের শতকরা ৫৬ ভাগ ঠাঁই পেয়েছেন ১০টি দেশে। এর মধ্যে শীর্ষে রয়েছে জর্ডান। তারা ঠাঁই দিয়েছে ২৭ লাখ শরণার্থীকে। এরপরে রয়েছে তুরস্ক। সেখানে ঠাঁই পেয়েছেন ২৫ লাখেরও বেশি শরণার্থী। এরপরে রয়েছে পাকিস্তান। সেকানে ঠাঁই পেয়েছে ১৬ লাখ শরণার্থী। লেবাননে ঠাঁই পেয়েছেন ১৫ লাখের বেশি শরণার্থী। ইরানে ৯ লাখ ৭৯ হাজার ৪০০, ইথিওপিয়ায় ৭ লাখ ৩৬ হাজার ১০০, কেনিয়ায় ৫ লাখ ৫৩ হাজার ৯০০, উগান্ডায় ৪ লাখ ৭৭ হাজার ২০০, কঙ্গোতে ৩ লাখ ৮৩ হাজার ১০০ ও চাদে ৩ লাখ ৬৯ হাজার ৫০০ শরণার্থী ঠাঁই পেয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
