পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আগামী শুকনো মৌসুমের আগেই রাজধানীতে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, ।

সকালে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে নিম্ন আয়ের মানুষদের জন্য পানির সংযোগ প্রদান অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী এই নির্দেশ দেন। মিরপুরের কালশী এলাকার একটি বস্তিতে ওয়াসার অবৈধ লাইন বৈধকরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বস্তির প্রতিনিধি সীমা সাহার হাতে বৈধ সংযোগ লাইনের নথি হস্তান্তর করেন মন্ত্রী।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের সহযোগিতায় এই বস্তির ৫৭৫টি বাড়িতে দেয়া অবৈধ সংযোগ বৈধ করা হয়েছে বিশেষ প্রকল্পের অধীনে। এতে ওই বস্তির দুই হাজার ৩০০ মানুষ উপকৃত হবে।

পানির অবৈধ সংযোগধারীদেরকে তাদের সংযোগ বৈধ করতে নির্দেশ দিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘আমরা শিগগির একটি আন্দোলন চালাবো। এতে অবৈধ সব লাইন কেটে ফেলা হবে। এতে অনেক মানুষই ক্ষতিগ্রস্ত হবে। তাই শিগগির এই লাইনগুলোকে বৈধ করে নিন আপনারা।’

মন্ত্রী বলেন, ‘ওয়াসার পাইপলাইন ফুটো করে এই অবৈধ সংযোগ দেয়া হয়। এ কারণে পানি দূষিত হয়। ফলে নানা রোগে আক্রান্ত হয় নগরবাসী। নিজেদের জীবন বাঁচানোর জন্যই এই অবৈধ সংযোগ নেয়া থেকে ফিরে আসা উচিত।’

ওয়াসাকে পর্যাপ্ত পানি সরবরাহের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমি ওয়াসার এমডিকে বলতে চাই, আসন্ন শুষ্ক মৌসুমের আগেই পর্যাপ্ত পানি সরবাহের ব্যবস্থা যেন করা যায়, সে সক্ষমতা নিশ্চিত করতে হবে। একজন গৃহবধূও যেন কেঁদে না বলে, আমি তিন দিন পানি ধরে পাই না। এই কথা আমি শুনতে চাই না।’

মোশাররফ হোসেন বলেন, ‘ওয়াসার জন্ম ৬০ এর দশকে। এতদিন পার হয়ে গেলো, আর যেন শুনতে না হয় ওয়াসার সক্ষমতা নাই। পানি সরবরাহ করার জন্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাসনিক এ খান বলেন, ‘আমরা গণমুখী পানির ব্যবস্থা নিশ্চিত করতে চাই। ২০২১ সালের মধ্যে ঢাকা সিটির সব নাগরিক যেন ওয়াসার পানি পান, সে উদ্যোগ নিয়েছি আমরা।’

অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি জাকারিয়া এক বেরেবি প্রমুখ বক্তব্য রাখেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031