পুলিশ পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার একটি ভবন থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ দুই আসামীকে আটক করেছে ।
মঙ্গলবার(৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।
আসামীরা হলেন-সাতকানিয়া থানার চরপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন(২৪) একই থানার মির্জারখীল সোনাকানিয়া এলাকার রমজু মিয়ার ছেলে আব্দুল আলম(৩৪)।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক রনোজিত রায় এর নেতৃত্বে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী মো. হাসান এর ৪র্থ তলা বিল্ডিংয়ের ৪র্থ তলায় বিশেষ অভিযান চালিয়ে আসামী জসিম উদ্দিনকে আটক করা হয়। তার দেওয়া তথ্য মতে সন্ধ্যা ৭টার সময় পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলীর এবিএম আরিফুজ্জামানের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলায় আব্দুল আলমকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪টি ল্যাপটপ,১৫টি এন্টিনা,৪টি চ্যানেল বক্স,৪টি মডেম,৫০২টি টেলিটক সিম কার্ড, ৩টি রবি সিম কার্ড, ২টি এয়ারটেল সিম কার্ড ও ২টি চার্জার উদ্ধার করা হয়।
আসামীরা দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
