ইতালিয়ান কোস্টগার্ড গত দুই দিনে লিবিয়ার উপকূল থেকে ১০ হাজারের বেশি জীবিত অভিবাসীকে উদ্ধার করেছে ।বুধবার (০৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।ইতালি কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (০৪ অক্টোবর) লিবিয়ার উপকূলে ৩০টিরও বেশি অভিযান চালায় ইতালিয়ান কোস্টগার্ডের সদস্যরা। এসময় তারা ৪হাজার ৬৫৫জনকে জীবিত এবং ২৮ জনের মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার (০৩ অক্টোবর) ৩৯টি নৌকা থেকে ৬ হাজার অভিবাসী উদ্ধার করে তারা।এক জরিপে দেখা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১লাখ ৪২ হাজার অভিবাসী ইতালি পৌঁছেছেন। এছাড়া এ পর্যন্ত নৌকা ডুবিতে মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
