চার পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে রাজধানীতে মাদক মামলায় ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে ।বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় ডিএমপির একজন এডিসিকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।বরখাস্তকৃতরা হলেন- দারুসসালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক শ্যামল দাস বংশী, কনস্টেবল কামরুল ইসলাম ও ফয়েজ।
১৯ সেপ্টেম্বর রাত ৮টায় রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে গাড়ির টিকিট কিনতে যান ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসার সঙ্গে জড়িত চৌধুরী মশিউর রহমান। অভিযোগ উঠেছে, সেখানে তার গতিরোধ করেন দারুসসালাম থানার উপ-পরিদর্শক কামরুল হাসান, সহকারী উপ-পরিদর্শক শ্যামল দাস বংশী, কনস্টেবল কামরুল ইসলাম ও ফয়েজ। সন্দেহভাজন হিসেবে তার দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়ার দাবি করেন তারা। এর পর মাদক মামলায় ফাঁসানোর কথা বলে এক লাখ টাকা ঘুষ চান তারা। শেষ পর্যন্ত ১০ হাজার টাকা ও গহনা দিয়ে রাতে মাদক মামলা থেকে রক্ষা পান মশিউর। এ বিষয়ে মঙ্গলবার সমকালের প্রথম পাতায় ‘মাদক মামলার ভয় দেখিয়ে ঘুষ গ্রহণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
