গোয়েন্দারা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী সাহাব উদ্দিন খালেদের বিরুদ্ধে জঙ্গি-যোগোযোগ ও সরকাবিরোধী তৎপরতার জড়িত থাকার সন্দেহ করছে। অস্ট্রেলিয়ায় শিক্ষা ছুটিতে থাকা এই প্রকৌশলী চট্টগ্রামে অবস্থানকালে জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন বলে তাদের ধারণা।
গোয়েন্দাদের এ-সংক্রান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্প্রতি চউকের কাছে এলে ওই প্রকৌশলীর শিক্ষা ছুটি বাতিল এবং সিডিএ থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাকে। একই সঙ্গে তাকে দেশে ফিরে আসার জন্য চিঠি পাঠান চউক চেয়ারম্যান।
প্রকৌশলী সাহাব উদ্দিন খালেদকে সাময়িক বরখাস্তের সত্যতা স্বীকার করে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে তার ছুটি বাতিল করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারবিরোধী কার্যক্রমের সঙ্গে তিনি (খালেদ) জড়িত রয়েছেন বলে গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য রয়েছে। আর সেই নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে চউক চেয়ারম্যান বলেন, ‘সাহাবুদ্দিন খালেদ ছুটিতে যাওয়ার তিন দিন আগে দায়িত্ব হস্তান্তর নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে তিনি ছাত্রজীবনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি বা সেক্রেটারির পদেও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
সাহাবুদ্দিন খালেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে চউক চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ছুটি বাতিল করা হলে স্বভাবতই তিনি দেশে আসবেন। ছুটি বাতিল ও সাময়িক বরখাস্ত করার পর গত বৃহস্পতিবার সেই আদেশ পাঠানো হয়েছে।
গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, চউকের নির্বাহী প্রকৌশলী সাহাব উদ্দিন খালেদ নগরীর মেহেদীবাগ সিডিএ জামে মসজিদে রোজায় এতেকাফের সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গোপন সভা করেন। ওই মসজিদের পরিচালনা কমিটির সাধারণ স¤পাদকের দায়িত্বে ছিলেন তিনি। গোয়েন্দাদের নজরদারিতে ওই সভায় জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।
এ ঘটনার পর সাহাব উদ্দিন খালেদ তড়িঘড়ি করে সিডিএ থেকে এক বছরের শিক্ষা ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। যাওয়ার তিন দিন আগে গত ২৭ জুলাই তার দায়িত্ব হস্তান্তর করেন, যা ওই সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে জানাননি। ছুটিতে যাওয়ার তিন দিন আগে দায়িত্ব হস্তান্তর নিয়েও প্রশ্ন তোলা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে।
এ প্রসঙ্গে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘মেহেদীবাগ মসজিদে মিটিং এবং দায়িত্ব হস্তান্তরের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্ট আমরা দিয়েছি। পুলিশের পক্ষ থেকেও এ ঘটনা তদন্ত করা হয়েছে। সেই তদন্তে হয়তো কিছু সন্দেহ করা হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশনা দিয়েছে ব্যবস্থা নেয়ার জন্য। আমরা সে অনুযায়ী কাজ করেছি।’
সাহাব উদ্দিন খালেদের পাশাপাশি সিডিএর আরও কিছু প্রকৌশলী ও কর্মকর্তা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্রজীবনে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে তাদের অনেকেই ভোল পাল্টে নিজেদের আওয়ামী লীগ বলে দাবি করছেন বলে জানান চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান। তিনি বলেন, এসব প্রকৌশলী ও কর্মকর্তা গোয়েন্দা পুলিশের নজরদারিতে রয়েছেন।
