চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২২২৫ কোটি ৬৭ লাখ টাকার বাজেট এবং ২০১৫-১৬ সালের ৫৯২ কোটি ৬৬লাখ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করেছেন ।

রোববার (০৯ অক্টোবর) দুপুরে নগর ভবনের কে বি আবদুস সাত্তার মিলনায়তনে বাজেট অধিবেশনে এই বাজেট ঘোষণা করেন মেয়র।

প্রস্তাবিত বাজেটে নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে ১১৯৭ কোটি ৪২ লাখ টাকা, উন্নয়ন অনুদান ৯৮৫ কোটি ১০ লাখ টাকা। গত অর্থবছরের ৫৯২ কোটি ৬৬ লাখ টাকার সংশোধিত বাজেটে নিজস্ব তহবিল থেকে ৩২৯ কোটি ১০ লাখ ১৬ হাজার এবং ২২৭ কোটি ৮০ লাখ ৮৪ হাজার টাকা দেখানো হয়েছে।মেয়র আ জ ম নাছিরের এটি দ্বিতীয় বাজেট।

বাজেট অধিবেশনে মেয়র ভবিষ্যৎ চট্টগ্রামকে ক্লিন সিটি ও গ্রীন সিটি,নগরীর ছাত্রীদের এবং কর্মজীবি মহিলাদের যাতায়াতের সুবিধা জন্য বিশেষ রুটে ২০টি এসি বাস,জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালের প্রস্তাবিত ড্রেনেজ মাস্টার প্ল্যান এর যুগোপযোগী বাস্তবায়ন,নগরীর যানজট নিরসনে বাস-ট্রাক টার্মিনাল স্থাপন কালুরঘাটে গার্মেন্ট পল্লি স্থাপন সহ ৩৬টি পরিকল্পনা গ্রহন করার কথা জানান।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বাজেট অধিবেশনে প্রধান অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলরবৃন্দ, সচিব আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031