ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গাজীপুরের নোয়াগাঁওয়ের পাতারটেক এলাকায় নিহত সাত জঙ্গির ছবি প্রকাশ করেছে। একই সাথে ডিএমপি এই সাত জঙ্গির পরিচয় জানাতে অনুরোধ করেছে।
গতকাল রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের ফেসবুক পাতায় নিহত এই সাত জঙ্গির ছবি প্রকাশ করে পুলিশ। যদি কেউ এদের কাউকে সনাক্ত করতে পারে তবে ডিএমপির ফেসবুক পেজের ইনবক্সে অথবা হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে তা জানাতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার বিভিন্ন সময়ে ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলের চারটি এলাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াট, র্যাব ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে জঙ্গি বিরোধী আভিযান পরিচালনা করে। এতে মোট ১২ জঙ্গি নিহত হয়। এরমধ্যে গাজীপুর সিটি করপোরেশন এলাকার নোয়াগাঁওয়ের আফারখোলা পাতারটেকের এক বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এই সাতজন নিহত হন।
এছাড়া একই দিনে র্যাবের অভিযানে গাজীপুরের হাঁড়িনালে দুজন ও টাঙ্গাইলে দুজন জঙ্গি নিহত হন। ঢাকার আশুলিয়ায় এক বাসায় পরিচালিত অপর এক অভিযানে নব্য জেএমবির অর্থদাতা আব্দুর রহমান গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যায়। অভিযানের সময় পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে সে আহত হয়। এ সময় ঐ বাসা থেকে ৩০ লাখ টাকাসহ একটি অস্ত্র, গোলাবারুদ, মোবাইল জ্যামার, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য সামগ্রী জব্দ করা হয়।
