২৯ হাজার ১৮৩ জন মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার মোট পাস করেছেন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন ) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান জানান, ‘এবার সর্বোচ্চপ্রাপ্ত নম্বর হলো ৮৫.০৫। মেডিক্যাল কলেজে ভর্তিপরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।’
ত্রিশটি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৩ হাজার ২১২ জন। আর বেসরকারি ৬৪টি মেডিক্যাল কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবেন।
ভর্তিপরীক্ষার ফল স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে।
এছাড়াও , নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে।
উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯০ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। দেশে ৬৪টি সরকারি-বেসরকারি এবং আর্মস ফোর্সেস মেডিক্যাল কলেজের সংখ্যা ৬টি। এসব মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯টি। এবার সরকারি মেডিক্যাল কলেজগুলোর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৮ জন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
