আগামী ২৮ অক্টোবর সন্ধ্যায় শহরের এক অভিজাত রেস্তোরাঁয় পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে বলে জানান তারা। শ্রোতাপ্রিয় আরজে-টিভি উপস্থাপক নীরব এবং সম্ভাবনাময়ী অভিনেত্রী লাবণ্য লি বিয়ে বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।

জানালেন, মিডিয়ায় কাজ করার সুবাদে প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় এবং ভালোলাগার জন্ম। অতঃপর নিজেদের বোঝাপড়া শেষে পারিবারিক সম্মতি নিয়েই এবার তারা সংসার জীবনে পা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
নীরব বলেন, ‘বাবা-মা চেয়েছেন আমি যেন এমন কাউকে বিয়ে করি যে আমাকে, আমার পরিবারকে ভালোবাসবে। পরিবারের ইচ্ছেকে প্রাধান্য দেবে। লাবণ্য এমনই একজন মেয়ে যার ওপর ভরসা করা যায়, যাকে অনেক ভালোবাসাও যায়।’
এদিকে লাবণ্য লি বলেন, ‘নীরবের সঙ্গে পরিচয়ের শুরু থেকেই তাকে আমার অনেক ভালো লাগে। খুব কেয়ারিং একজন মানুষ, ভালোবাসার মানুষটাকে কীভাবে আগলে রাখতে হয় নীরব তা জানে। সবাই দোয়া করবেন যেন আমরা সুখী হতে পারি।’
প্রসঙ্গত, নীরব খান বর্তমানে ‘সিটি এফএম ৯৬’-এর অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন তিনি। এছাড়া তারেক মাহমুদের নির্দেশনায় তিনি ‘চটপটি’ নামের একটি সিনেমায়ও অভিনয় করছেন।
এদিকে লাবণ্য লি প্রথম অভিনয় করেন সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় ‘কবুলীয়তনামা’ ধারাবাহিকে। এছাড়া রয়েল খানের নির্দেশনায় তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন নিরব হোসেনের বিপরীতে ‘গেইম রিটার্নস’-এ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031