র্যাব চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১ টি শর্ট গান এবং ২ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ।
মঙ্গলবাার(১১ অক্টোবর) সকাল ১০ টার দিকে র্যাব-৭ তাকে আটক করে।
আটক রবিউল হোসেন(২৬)। সে লাকসাম থানার শংকুর পাড় গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।
র্যাব-৭ এর সহকারী সিনিয়র পরিচালক(মিডিয়া) মো.সোহেল মাহমুদ সিটিজি নিউজ ডটকমকে জানান,গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার কদমতলী বাসস্ট্যান্ড এর পার্শ্বে আলম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর ভিতরে একদল অস্ত্র ব্যবসায়ী অস্ত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী রবিউল হোসেনকে গ্রেফতার করা হয়।
আসামী রবিউল হোসেনের পিঠে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ১ টি শর্ট গান এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।অস্ত্র ও গুলিগুলো সদরঘাট থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া চলছে চলছে বলেও জানান এএসপি সোহেল মাহমুদ।
