ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৮ জন যাত্রী গুরুতর আহত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথা এলাকায় ।

মঙ্গলবার(১১ অক্টোবর)দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

আহতদের তাৎক্ষনিক কারো পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দোহাজারী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বিমল কান্তি।

ঘটনাস্থলে থাকা দোহাজারী হাউওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) রুহুল আমীন জানান,কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে চট্টগ্রামগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ৮-১০ জন যাত্রী গুরুতর আহত হয়।

পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া পদুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র ও বেসরকারী ক্লিনিকে নিয়ে যায়।এখনো কোন নিহতের খবর পাওয়া যায়নি তবে ৪জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

দুর্ঘটনার পর ট্রাক ও বাসের চালক পালিয়ে যাওয়াতে কাউকে আটক করা যায়নি।তবে গাড়ি দুটো আটক করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানান এসআই রুহুল আমীন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031