জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে মঞ্জুর এলাহী নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১ টার দিকে তাকে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আ স ম মনজুর এলাহী(৩৭)সন্দ্বীপ থানাধীন কালাপানিয়া গ্রামের অধ্যাপক সুলতান আহাম্মদের ছেলে

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়,আ স ম মনজুর এলাহী জঙ্গী সংগঠন ‘শহীদ হামজা ব্রিগেড’(এসএইচবি) এর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, চট্টগ্রাম ও আর নিজাম রোড শাখার একাউন্টে (চলতি হিসাব ২০৫০.৩০৪০.১০০০.৫০০১৮) ০৪ লক্ষ ২০ হাজার টাকা এবং নগদ ৮০ হাজার টাকাসহ সর্বমোট ০৫ লক্ষ টাকা জংগী কার্যক্রমের জন্য প্রদান করে।

মঞ্জুরের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এ ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি বাঁশখালী থানায় এবং একই তারিখে হাটহাজারী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

শহীদ হামজা ব্রিগেড’কে অর্থায়নের অভিযোগে আ স ম মনজুর এলাহী (৩৭) বাঁশখালী থানার মামলায় ২৬নং এবং হাটহাজারী থানার মামলায় ৩৩নং চার্জশীটভূক্ত পলাতক আসামী।

আসামীকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031