মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। ৭০ বছর ধরে রাজত্ব করা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলইয়াদেজ আজ মারা গেছেন। একজন রাজা হিসেবে তিনিই কোনো দেশে সর্বোচ্চ সময় রাজত্ব করেছেন। দেশজুড়ে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন রাজা ভূমিবল। বারবার রাজনৈতিক ঘূর্ণিপাক ও একাধিকবার অভ্যুত্থানের শিকার থাইল্যান্ডে তাকেই মনে করা হতো রক্ষাকর্তা হিসেবে। তার মৃত্যুতে থাইল্যান্ডে নেমে এসেছে শোকের ছায়া। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন রাজা ভূমিবল। এ কারণে এই সময়ে জনসম্মুখেও তিনি এসেছেন কম। রোববারও রাজপ্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, তার স্বাস্থ্য পরিস্থিতি ‘স্থিতিশীল নয়’। রাজার সুস্বাস্থ্য কামনায় সাধারণ মানুষ পরেছেন গোলাপি রঙের পোশাক। সিরিরাজ হাসপাতালে রাজা ভূমিবল চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের বাইরে উপস্থিত থেকে প্রার্থনা করেছেন শত শত মানুষ। কিন্তু সবাইকে কাঁদিয়ে আজ স্থানীয় সময় দুপুর ৩টা ৫২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা ভূমিবল। রাজপ্রাসাদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সম্মানিত রাজা সিরিরাজ হাসপাতালে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তার মৃত্যুতে শোক জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা। তিনি বলেন, ‘তিনি এখন স্বর্গে রয়েছেন এবং হয়তো সেখান থেকেই থাইল্যান্ডের জনগণের দেখভাল করছেন।’ রাজা ভূমিবলের মৃত্যুতে বছরব্যাপী শোক পালন করা হবে বলে জানান তিনি। রাজার মৃত্যু উপলক্ষে আজ রাতে থাইল্যান্ড সংসদে বিশেষ একটি অধিবেশনও বসার কথা রয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
