পুলিশ নগরীর খুলশি এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জাহাঙ্গীর আলম (৩০) নামের এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। জাহাঙ্গীরের বাড়ি ফেনী জেলায়। থাকতেন নগরীর ভাঙ্গারপুল এলাকায়। সিইপিজেড-এর একজন কর্মী।
খুলশি থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন, জাহাঙ্গীর একজন পোশাক শ্রমিক। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা নিশ্চিত না হলেও মামলার প্রস্তুতি চলছে