স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন বৃটেনকে হুঁশিয়ারি দিলেন। তিনি পরিষ্কার বলেছেন, বৃটেনে ক্ষমতানীন কনজার্ভেটিভ দলের দুই মন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স ও পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের প্রতি ব্রেক্সিট প্রক্রিয়া নিয়ে স্কটল্যান্ডের কোনো আস্থা নেই। ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেরিয়ে যাওয়া নিয়ে যে সমঝোতা প্রক্রিয়া হবে তার দায়িত্ব দেয়া হয়েছে এই দু’মন্ত্রীকে। এ খবর দিয়ে লন্ডনের অনলাইন ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, নিকোলা স্টার্জেন মনে করছেন এই দু’মন্ত্রী স্কটল্যান্ডের মানুষের স্বার্থ রক্ষা করতে পারবেন না। তিনি শনিবার তার স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির (এসএনপি) বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন গ্লাসগোতে। সেখানে তিনি বলেন, ইউরোপের সঙ্গে স্কটল্যান্ডের সম্পর্ক কি হবে তা নিয়ে কনজার্ভেটিভদের মধ্যেই বিভিন্ন রকম ধারণা রয়েছে। এর আগে বৃহস্পতিবার তিনি এ সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন। তাতে তিনি আরও পরিষ্কার করে কথা বলেন। তিনি বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’কে সতর্ক করে দিয়ে বলেন, যদি স্কটল্যান্ডের স্বার্থকে অবজ্ঞা করা হয় তাহলে তার পরিণতিতে স্কটল্যান্ড স্বাধীনতার প্রশ্ন সামনে নিয়ে আসতে পারে। এ জন্য তিনি আগামী সপ্তাহে দ্বিতীয়বার স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য গণভোটের বিষয়ে আলোচনা করবেন। শুক্রবার  ওয়েস্টমিনস্টারে এসএনপি নেতা অ্যাঙ্গাস রবার্টসন এ হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যদি বৃটিশ প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের স্বার্থকে এড়িয়ে যান তাহলে তিনি দীর্ঘ সময় যুক্তরাজ্য শাসন করতে পারবেন না। জাতীয়তাবাদের এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে গত শুক্রবার। ওই সময় তথ্য পাওয়া যায় যে, কনজার্ভেটিভ দলের একমাত্র স্কটিশ এমপি, স্কটিশ সেক্রেটারি ডেভিড মান্ডেলকে মন্ত্রীপরিষদের কিছু আলোচনা থেকে বাদ রাখা হবে। যদি প্রয়োজন পড়ে তাহলে ব্রেক্সিট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হতে পারে। এর ফলে উত্তেজনা আরও জোরালো হয়। স্কটিশরা বুঝে নেন, তাকে বাদ রেখে আলোচনায় স্কটল্যান্ডের স্বার্থকে অবহেলা করা হবে। তাই নিকোলা স্টার্জেনের কন্ঠে ক্ষোভ ঝরে পড়লো। তিনি বললেন, আমাকে স্ফটিকের মতো পরিষ্কার করে বলতে হচ্ছে, আমাদের প্রতিনিধিত্ব করার জন্য বরিস জনসন ও লিয়াম ফক্সের ওপর স্কটল্যান্ডের কোনো আস্থা নেই। আমরা ইউরোপের পক্ষে। কারণ, স্কটল্যান্ড তারাই প্রাপ্য (হোয়ার স্কটল্যান্ড বিলংস)। আমাদের ইউরোপীয় বন্ধুদের উদ্দেশে বলছি, ব্যবসার জন্য স্কটল্যান্ড উন্মুক্ত। এ সম্মেলনের এক পর্যায়ে শুক্রবার ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ফ্রাঁসেস ও’গ্রাডি বক্তব্য রাখেন। তার কথার সঙ্গে মিলে যায় নিকোলা স্টার্জেনের বক্তব্য। তিনি ব্রেক্সিট নিয়ে সমঝোতা দলে সব দলের প্রতিনিধিত্ব ও যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত দেশ, অঞ্চল ও শহরগুলোর প্রতিনিধিত্ব সহ সংগঠিত শ্রম সংগঠনগুলোর প্রতিনিধি রাখার আহ্বান জানিয়েছেন। ট্রেড ইউনিয়ন থেকে বলা হয়েছে, ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত তিন ব্যক্তির ওপর আমাদের ভবিষ্যত তুলে দেয়া হয়েছে । আমাদের বেশির ভাগেই তাদের ওপর কোনো আস্থা নেই। উল্লেখ্য, ব্রেক্সিট নিয়ে সমঝোতার জন্য তেরেসা মে সরকার দায়িত্ব দিয়েছে তিন মন্ত্রীর ওপর। এরা হলেন আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিয়াম ফক্স, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ও বেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031