বিএনপি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে । বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে দলের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, ৭ কিংবা ৮ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে প্রত্যাশা করবো, জনসভা করতে কোনো প্রকার প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না। মির্জা ফখরুল বলেন, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ, রাষ্ট্রযন্ত্র এবং বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমরাও আশা করি জনসভা করতে বিএনপি ন্যূনতম গণতান্ত্রিক অধিকার পাবে। বিএনপি মহাসচিব জানান, ৭ই নভেম্বর সকাল ১০ টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আলোচনা সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপি’র উদ্যোগে সারাদেশে স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালিত হবে। বিএনপি’র অঙ্গসংগঠনগুলোও সুবিধামতো কর্মসূচি পালন করবে বলে জানান মির্জা ফখরুল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031