রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সন্দেহভাজন ১৭ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল এসএমএস-এ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার রাতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে ওই ১৭ ব্যক্তিকে আটক করে করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা অজ্ঞান পার্টির সদস্য। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও জানায়নি পুলিশ।