চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ২০১৯ সালের মধ্যে তিন ধাপে নগরীর অবকাঠামোগত উন্নয়ন, সড়ক, উপ সড়ক উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ১৫তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন,২০১৬-২০১৭ অর্থ বছরে ৪০ ভাগ,২০১৭-২০১৮ অর্থ বছরে ৫০ ভাগ এবং ২০১৮-২০১৯ অর্থ বছরে ১০ ভাগ কাজ সমাপ্ত করা হবে।এ রূপরেখা বাস্তবায়নে ইতিমধ্যে ৪ ধাপে ডিপিপি উপস্থাপন করা হয়েছে। একনেকের অনুমোদনক্রমে এ সকল প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।
মেয়র বলেন, প্রকল্প তালিকার মধ্যে ২৩৫টি প্রকল্পের অধীনে ৩ শত ৭৮ কোটি ৮৬ লক্ষ টাকা প্রকল্পটি বিগত ১৬-১০-২০১৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত প্রি একনেক বৈঠকে পাস হয়েছে। এ ছাড়াও প্রকল্পের ২য় তালিকায় ১৬৩টি প্রকল্পের অধীনে ৩ শত ৩৮ কোটি ৫৮ লক্ষ টাকা প্রকল্প আগামী ২৩-১০-২০১৬ খ্রি. প্রি একনেক বৈঠকে উপস্থাপিত হবে।
এ ছাড়াও চট্টগ্রাম মহানগর এলাকার মন্ত্রী ও এমপিদের কোটায় ২৭১টি প্রকল্পের অধীনে ২১০ কোটি ১০ লক্ষ টাকা প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়াও অবকাঠামোগত উন্নয়নে ২৭১টি প্রকল্পের অধীনে ১৩৩৩ কোটি ৮৬ লক্ষ টাকার প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে।
এ সকল প্রকল্প ছাড়াও জাইকা, থোক ও সাধারণ তহবিলের প্রকল্প সমূহ রয়েছে। প্রকল্প সমূহ যথা সময়ে একনেকে অনুমোদিত হলে চট্টগ্রাম নগরীর উন্নয়ন গতিশীল হবে।
সভায় গত ২০ সেপ্টেম্বর ২০১৬ খ্রি. অনুষ্ঠিত ১৪ তম সাধারন সভার কার্যবিবরনী অনুমোদন, স্থায়ী কমিটি সমূহের কার্যবিবরনী আলোচনান্তে অনুমোদন করা হয়।
সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
