ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম বন্দর থেকে কন্টেইনারে তালাবদ্ধ অবস্থায় একজন মধ্যবয়সী বাংলাদেশিকে অর্ধচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই খালি কন্টেনারটি ১০/১২ দিন আগে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা হয়েছিল।
বেসরকারি ভিজাগ কন্টেইনার টার্মিনাল থেকে গতকাল বুধবার ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয় বলে আজ বৃহস্পতিবার রাতের এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু। ওই যুবকের নাম মুহাম্মদ রুহন হোসেন। তার বাড়ি ঢাকার পার্শ্ববর্তী বিক্রমপুরে। তার বয়স ২৫। বর্তমানে সে কিং জর্জ হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশ থেকে পাঠানো একটি খালি কন্টেইনারে থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ওই কন্টেইনারটি ছিল বিশাখাপত্তম ভিত্তিক ‘সামসারা শিপিং কোম্পানি’র। এটি জেনেভাভিত্তিক ভূমধ্যসাগরীয় শিপিং কোম্পানির স্থানীয় এজেন্ট।
