যদি আমি জিতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পুরোপুরি মানবো। এমন মন্তব্যই করেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। বেশ কয়েকদিন ধরেই তিনি আকারে-ইঙ্গিতে বলছেন মার্কিন নির্বাচন পাতানো যায়। তার দাবি, নির্বাচন পাতিয়ে তাকে হারিয়ে দেয়া হতে পারে। ফলে পর্যবেক্ষকদের মাঝে সংশয় তৈরি হয় নির্বাচনের ফল মানবেন কি না তিনি। এ নিয়ে তাকে অনেকবার সরাসরি প্রশ্ন করা হলেও, তিনি সরাসরি উত্তর দেননি। অবশেষে তার উত্তর পাওয়া গেছে। স্কাই নিউজের খবরে
বলা হয়, ডেলওয়ার অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘আমি আমার সব ভোটার, সমর্থক ও আমেরিকার সব মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই যে, এই মহান ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে মেনে নেব আমি।’ এ বাক্য শেষ হওয়ার পর তিনি বলে উঠেন, ‘যদি আমি জিতি।’ একই বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি ‘স্পষ্ট ফলাফল’ মানবেন। কিন্তু ফলাফল ‘প্রশ্নবিদ্ধ’ হলে আমার আইনের আশ্রয় নেয়ার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সরাসরি এ প্রশ্নের উত্তর দিতে চাননি ট্রাম্প। যেমন, তৃতীয় ও চূড়ান্ত প্রেসিডেন্ট বিতর্কে তাকে মডারেটর জিজ্ঞেস করেছিলেন নির্বাচনের ফল তিনি মানবেন কি না। তখন তিনি বলেন, ‘আমি ফলাফল দেখবো। আমি আপনাদের অপেক্ষায় (সাসপেন্স) রাখতে চাই।’ তার এ মন্তব্যকে তখনই ‘ভয়াবহ’ বলে আখ্যা দেন তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। তিনি বলেন, প্রধান দু’ দলের একজন এ ধরনের কথা বলেন, তা আসলেই অদ্ভুত।
এদিকে এ ইস্যুতে সরব হয়েছেন প্রভাবশালী রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। ২০০৮ সালে বারাক ওবামার কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হারেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের ফল মেনে নেয়াই হলো আমেরিকান পন্থা। তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের ফল আমার ভালো লাগেনি। কিন্তু পরাজয় মেনে নেয়ার একটি দায়িত্ব আছে আমার। আমি কোনো দ্বিধা ছাড়াই তা করেছি।’ খোদ রিপাবলিকান দলেরই অনেক নেতা এ নিয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামাও। প্রেসিডেন্ট বলেন, নির্বাচনে হেরে যাওয়ার আলামত দেখতে পেয়ে এখন ঘ্যানর ঘ্যানর বন্ধ করা উচিত ট্রাম্পের।
মায়ামিতে হিলারি ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েও এ প্রসঙ্গ তুলে আনেন বারাক ওবামা। তার আগেই ডেলওয়ারে ট্রাম্প ইঙ্গিত দিয়ে ফেলেছেন তিনি নির্বাচনের ফল না-ও মানতে পারেন। ওবামা বলেন, ট্রাম্পের এমন মন্তব্য ‘বিপজ্জনক’।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
