রিপাবলিকান দলের প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে বিজয়ী করার জন্য ‘চরমভাবে’ চেষ্টা করছে রাশিয়া। এ অভিযোগ করেছেন সাবেক দাবা চ্যাম্পিয়ন রাশিয়ান গ্যারি কাসপারভ। তিনি সিএনএন-এর জ্যাক ট্যাপারকে এক অনুষ্ঠানে এমন বিশ্বাসের কথা বলেছেন। গ্যারি কাসপারভ বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের পক্ষে কঠিনভাবে কাজ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। সিএনএনের ‘দ্য লিড’ অনুষ্ঠানে তার কাছে প্রশ্ন করা হয়েছিল, যুক্তরাষ্ট্রে এমন একটা ধারণা ছড়িয়ে পড়েছে যে, ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচিত করে হোয়াইট হাউজে পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। এ কথা কি তিনি বিশ্বাস করেন। জবাবে কাসপারভ বলেন, ‘অ্যাবসল্যুউটলি’। উল্লেখ্য, পুতিনের শাসনে থাকা রাশিয়া থেকে ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে চলে যান গ্যারি কাসপারভ। তিনি বলেছেন, ট্রাম্পের পক্ষে এমন তথ্য হয়তো রাশিয়ার হাতে রয়েছে যা হিলারির ক্ষতি করতে পারে। তিনি আরও বলেন, আমি এক সেকেন্ডের জন্য বিশ্বাস করি না যে ট্রাম্প একজন স্বচ্ছ মানুষ। ট্রাম্পকে নিজের মতো একজন আদর্শ রাষ্ট্রপ্রধান দেখতে চান পুতিন। গণতন্ত্র বা আইনের শাসনের প্রতি ট্রাম্পের কোনো শ্রদ্ধা নেই।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031