সংসদীয় কমিটি চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের সুপারিশ করেছে। একইসঙ্গে কমিটি এফডিসির জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর যন্ত্রপাতি ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা  নিশ্চিতের সুপারিশ করে। সোমবার বিকালে অনুষ্ঠিত তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিমিন হোসেন রিমি, সাইমুম সরওয়ার কমল ও সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন।

বৈঠকে আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর প্রডাক্টের গুণগত মান ভালো থাকে এবং সেবাও ভালো পাওয়া যায় উল্লেখ করে বিএফডিসির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন কোম্পানিগুলোর  উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করা হয়।

কমিটি এফডিসির জন্য যন্ত্রপাতি ক্রয়ের কাজগুলোতে যথাযথ স্বচ্ছতা ও জবাবদিহিতা  নিশ্চিত  করার সুপারিশ করে। এছাড়া কমিটি বৈদেশিক প্রশিক্ষণে অর্জিত অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর জন্য এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধের  সুপারিশ করে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য সুকুমার রঞ্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক ক্ষেত্রে দেখা যায়, এমন কিছু যন্ত্রপাতি আনা হয়, সেগুলো অপারেশনে যাওয়ার আগেই অকেজো হয়ে পড়ছে। পরে আবার টেকনিশয়ান এনে তা ঠিক করা হয়েছে। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর যন্ত্রপাতি হলে এ ধরনের জটিলতা এড়ানোর সুযোগ থাকে।’ বিদেশ ভ্রমণ সম্পর্কে তিনি বলেন, ‘যন্ত্রপাতি ক্রয় বা প্রশিক্ষণের নামে অনেকে বিদেশে যান কিন্তু বাস্তবে তাদের সেখানে মোটেও দরকার নেই। এ ধরনের ব্যক্তিদের যেন ভবিষ্যতে সফরসঙ্গী না করা হয়, আমরা সেটা দেখতে বলেছি।’

কমিটি বিএফডিসি প্রাঙ্গণকে আরও দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তোলা এবং এটাকে আধুনিক ও গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার সুপারিশ করে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মতো আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায়  কমিটির পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031