কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে বদলী করা হয়েছে। এপদে এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একেএম ইকবাল হোসেনকে নিযুক্ত করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

সুত্র জানায়, কক্সবাজারে পুলিশ কনস্টেবল নিয়োগে এসপি শ্যামল কুমার নাথের বাণিজ্য নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এর তোলপাড় করা ফেসবুক স্ট্যাটাস দেশব্যাপী ঝড় তুলে। ছাত্রলীগের পক্ষ থেকে আটিমেটাম দেয়া হয় পুলিশ সুপারকে বদলী করার। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযেগ মাধ্যমে বেশ লেখালেখি হয়েছে। এসবে টনক নড়ে উর্ধ্বতনমহলে। অবশেষে শ্যামল কুমার নাথকে বদলী করা হয়েছে বলে মনে করছেন অনেকেই।

তবে পুলিশ প্রশাসন বলছে, এটি নিয়মিত বদলী। শ্যামল কুমার নাথ ছাড়া পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার সারাদেশে আরো ২৮ কর্মকর্তার রদবদল করা হয়েছে। প্রেসিডেন্টের আদেশক্রমে প্রজ্ঞাপনে বদলীর আদেশ হয়।

অন্যান্য জেলায় যাদের রদবদল করা হয়েছে তারা হচ্ছেন- চুয়াডাঙ্গা জেলার এসপি মো. রাশীদুল হাসানকে জয়পুরহাটের এসপি, কুড়িগ্রামের এসপি মোহাম্মদ তবারক উল্লাহকে সিলেট মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি), শেরপুরের এসপি মেহেদুল করিমকে কুড়িগ্রামের এসপি, পাবনার এসপি আলমগীর কবীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি, ডিএমপির ডিসি মুহাম্মদ সাইদুর রহমান খানকে গোপালগঞ্জের এসপি, গোপালগঞ্জের এসপি এসএম এমরান হোসেনকে ডিএমপির ডিসি, ফরিদপুরের এসপি মো. জামিল হাসানকে ডিএমপির ডিসি, এনটিএমসির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর একেএম ইকবাল হোসেনকে কক্সবাজারের এসপি, রাজবাড়ীর এসপি জিহাদুল কবিরকে পাবনার এসপি, ১১ এপিবিএনের এসপি সালমা বেগমকে রাজবাড়ীর এসপি, ২ এপিবিএননের এসপি মুনিবুর রহমানকে মাগুরার এসপি, পুলিশ স্টাফ কলেজের এসপি মোহাম্মদ নজরুল হোসেনকে ২ এপিবিএনের এসপি, সিআইডির বিশেষ এসপি আবদুর

রহমান খাঁনকে ট্যুরিস্ট পুলিশের এসপি, জয়পুরহাটের এসপি মোল্ল্যা নজরুল ইসলামকে সিআইডিরর বিশেষ এসপি, ঝালকাঠির এসপি সুভাষ চন্দ্র সাহাকে ফরিদপুরের এসপি, পুলিশ সদরদপ্তরের এআইজি মনিরুল ইসলামকে চুয়াডাঙ্গার এসপি, মাগুরার এসপি একেএম আহসানউল্লাহকে নৌ পুলিশের এসপি, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের এসপি শেখ মো. মিজানুর রহমানকে আরআরএফ রাজশাহী এর কমান্ড্যান্ট, আরআরএফ রাজশাহী এর কমান্ড্যান্ট বিএম হারুন অর রশীদকে ইন্ড্রাস্টিয়াল পুলিশের এসপি, কক্সবাজারের এসপি শ্যামল কুমার নাথকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি মুশফেকুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি, হাইওয়ে পুলিশের এসপি শাহীনা আমিনকে ১১ এপিবিএনের এসপি, নৌ পুলিশের এসপি জোবায়েদুর রহমানকে ঝালকাঠির এসপি, ঢাকা রেঞ্জের এসপি সৈয়দ হারুন অর রশীদকে ময়মনসিংহ রেঞ্জের এসপি, ট্যুরিস্ট পুলিশের এসপি আসাদ উল্লাহ চৌধুরীকে বিশেষ শাখার এসপি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারকে ডিএমপির ডিসি, বিশেষ শাখার এসপি সুলতানা নাজমা হোসেনকে ঢাকা রেঞ্জের এসপি, সদর দপ্তরের এআইজি রফিকুল হাসান গনিকে শেরপুরের এসপি পদে বদলি করা হয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031