ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাসের হার ১৩.৫৫ শতাংশ। এই ইউনিটে ১১ হাজার ৩৩০ জন উত্তীর্ণ হয়েছেন। ভর্তির সুযোগ পাবেন এক হাজার ৭৪৫ জন।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. নাসরিন আহমেদ, ‘খ’ ইউনিট পরীক্ষা কমিটির সমন্বয়ক ড. সাইফুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নুর ইসলাম প্রমুখ।

গত শুক্রবার ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৭৪৫ আসনের বিপরীতে ৯০ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন ইউনিটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে ‘ক’ ইউনিটে সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করল। এর আগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল ১১ দশমিক ৪৩ শতাংশ, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল ৫ শতাংশ এবং ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল ২ দশমিক ৪৭ শতাংশ।

ভর্তি জালিয়াতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘জালিয়াত চক্র এবারও জালিয়াতির চেষ্টা করেছে। আমরা ইতোমধ্যে ১৩ জনকে আটক করে শাস্তির আওতায় এনেছি। আটককৃতদের কাছ থেকে তথ্য নিয়ে জালিয়াত চক্রের মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা থাকবে।’

বিজ্ঞান অনুষদের কিছু বিভাগ প্রস্তুত না থাকা সত্ত্বেও অনার্স চালু করার বিষয়ে উপাচার্য বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আমরা তাই করছি। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী অনার্স চালু করা হয়েছে। সে অনুযায়ী আমরা পরীক্ষা নিচ্ছি।

যেভাবে জানবেন ফল

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।

এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে DU<>KA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

উত্তীর্ণরা ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন। আর কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বরের মধ্যে ফার্মেসি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১ নভেম্বরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে। ভর্তির জন্য মনোনয়নের সাক্ষাৎকারের তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031