যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম মাওলা মেজবাহ (২৫) নামে জেলা ছাত্রলীগের এক সদস্য নিহত হয়েছেন ঝালকাঠির রাজাপুরে। বৃহস্পতিবার সকালে রাজাপুর-ভাণ্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেজবাহ ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ও বিএম কলেজের ইতিহাস বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
রাজাপুর থানার এসআই চাঁন মিয়া জানান, মেজবাহ নিজেই মোটরসাইকেল চালিয়ে রাজাপুরের দিকে আসছিলো। এসময় ভাণ্ডারিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেজবাহ মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে রাস্তায় পড়ে যায়।
প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়ার পথে মারা যান তিনি। পুলিশ মেজবাহ’র মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
