বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে সংগঠনের কার্যালয়ে বিজয় মেলার চেয়ারম্যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপত্বি এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অংহকার’এই শ্লোগানকে সামনে রেখে ২৮তম বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন,মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। বাঙালির গৌরব গাঁথার ইতিহাস তুলে ধরা এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধে বাঙালির অবিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বে ঐতিহাসিক ৭মার্চের ভাষণে বাঙালির প্রতি যে নির্দেশ দিয়েছেন তা জাতি অক্ষরে অক্ষরে পালন করে নয় মাসের মধ্যে সশ¯ ¿বাহিনীকে পরাজিত করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে জাতীকে মুক্তির আনন্দে উদ্বেলীত করেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলা চট্টগ্রাম হতে শুরু হয়ে আজ সারা দেশে উদযাপিত হয়ে আসছে। এতে মুক্তিযুদ্ধের অর্জনগুলো নতুন প্রজন্মের নিকট পৌঁছান এবং জাতি গঠনে বলিষ্ট ভূমিকা রেখে যাচ্ছে।

আগামী দিনের চলার পথে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।

বিজয় মেলার মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বলেন, চট্টগ্রামের কৃতি সন্তান ব্যারিষ্টার মহিবুল হাসান নওফেলকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পদক নিয়োগ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

এবারের বিজয় মেলা ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এম.এ আজিজ স্টেডিয়াম ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসন্ন বিজয় মেলার প্রস্তুতি সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মেলাকে সার্বিকভাবে সুচারু রূপে জাতির সামনে উপস্থাপনের নিমিত্তে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিজয় মেলার কো-চেয়ারম্যান আলহাজ্ব নঈমউদ্দিন চৌধুরী।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031