ঈশ্বরের কাছে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অশ্লীল কথা বলার ধারা থেকে বেরিয়ে আসবেন তিনি। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার স্বভাবসুলভ বেপরোয়া ও ক্ষেত্রবিশেষে অশ্লীল কথাবার্তা দিয়ে সমালোচিত কম হননি। এমন আচরণ পরিবর্তনের কোনো ইঙ্গিতও তিনি দেননি। তবে এবারে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন তিনি। তিনি বলেছেন,বিবিসির খবরে বলা হয়, জাপান সফর শেষে নিজ শহর দাভাও সিটিতে ফিরে তিনি এই কথা বলেছেন। শহরের বিমানবন্দরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বিমানে চড়ে ফেরার সময় ঈশ্বর তাকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি একটি কণ্ঠস্বর শুনলাম। সেটি বলছিল আমি যেন আর অশ্লীল কথা না বলি। আর বললে মাঝ আকাশে বিমানটি ধ্বংস হয়ে যাবে। তাই আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আর এমন কথা আমি বলব না।’ স্পষ্টবাদী দুতের্তের এসব বেপরোয়া কথাবার্তার বেশিরভাগই পশ্চিমাবিশ্বকে ইঙ্গিত করে। তবে এগুলো নিজ দেশে তাকে কিছুটা জনপ্রিয়তাও এনে দিয়েছে। তিনি এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছিলেন। ইউরোপিয়ান ইউনিয়নকে বলেছিলেন ‘ভ-’। জাতিসংঘ ছাড়ার হুমকি দিতেও কুণ্ঠা বোধ করেননি দুতের্তে। নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করে বলেছেন, তিনি সানন্দে ৩০ লাখ মাদকসেবীকে হত্যা করতে পারেন। দুতের্তে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেন। তাতে কয়েক হাজার মাদকসেবী ও মাদক ব্যবসায়ী নিহত হন। এসব অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে দায়মুক্তি দেয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। এতে করে ফিলিপাইনে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উদ্বেগ জানায় পশ্চিমাবিশ্বসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। কিন্তু যারাই এর সমালোচনা করেছেন, তাদেরই এক হাত নিয়েছেন দুতের্তে। কখনও কখনও তাতে ব্যবহার করেছেন অশ্রাব্য ভাষা। তবে এবারে তিনি ঈশ্বরের কাছে এমন ভাষা ব্যবহারে বিরত থাকার প্রতিশ্রুতি দেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ঈশ্বরের কাছে এই প্রতিশ্রুতির অর্থ হলো ফিলিপাইনের জনগণের কাছেও প্রতিশ্রুতি দেয়া। তবে এর সঙ্গে একটু ‘কিন্তু’ যোগ করে দিয়েছেন দুতের্তে। স্থানীয় গণমাধ্যমগুলো তাকে উদ্বৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইইউ বা তার রাজনৈতিক প্রতিপক্ষ সিনেটর লেইলা ডি লিমাকে নিয়ে কথা বলার সময় এই প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না তা নির্ভর করবে সময়ের ওপর। বেশিরভাগ ফিলিপিনোর মতোই দুতের্তেও একজন রোমান ক্যাথলিক। তা সত্ত্বেও নারী প্রসঙ্গে নিজের চারিত্রিক দুর্বলতা নিয়ে দম্ভ করেছেন তিনি। পোপ ফ্রান্সিসকেও তিনি অকথ্য ভাষায় গালি দিয়েছেন। সর্বশেষ যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা বলে আলোচনায় রয়েছেন তিনি। বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব, পারলে ২ বছরের মধ্যেই ফিলিপাইন থেকে মার্কিন সৈন্য সরিয়ে দিতে চান তিনি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031