৫০জন বর যাত্রীর খাবারেরও আয়োজন করা হয়। বোয়ালখালী পৌর সদরে একটি হোটেলে আক্দ অনুষ্ঠানের আয়োজন চলছিল।
এসময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ভুঁড়িভোজ বন্ধ করে দিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬(১) ধারায় বর কনের অভিভাবককে জরিমানা করেন।
এছাড়া প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নেয়া হয় উভয় পক্ষ থেকে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) কাজী মাহবুবুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, শুক্রবার দুপুরে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের ওয়াহেদ আলী বাড়ির হাজী নুরুল আমিনের মেয়ে খাদিজাতুল কোবরা(১৭)এর সাথে একই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে ওমর ফারুক পারভেজ (২২) এর আক্দ অনুষ্ঠানে আয়োজন করে। খবর পেয়ে পুলিশ দিয়ে তাদের ভ্রাম্যমাণ আদালতে আনা হয়।
বিকেলে বাল্য বিয়ে না দেয়ার শর্তে কনের চাচা মৃত গুল মোহাম্মদের ছেলে মো. হোসেন (৬৬)কে ১হাজার টাকা ও বরের বড় বোন কোহিনূর বেগম(৪৮)কে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দুই বছর আগে কনে পিসি সেন উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাশ করেছে বলে জানান তিনি।
