প্রথমবারের মতো আয়োজিত তিন দিনের লাইট এক্সপোতে ব্যবসায়ী, কর্পোরেট ও সাধারণ ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেছে দেশীয় বাণিজ্যিক গ্রুপ ওয়ালটন।
গত বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ এবং ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ শীর্ষক দুটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছিল, যা চলে শনিবার পর্যন্ত।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির প্রায় ৬৫টি স্টল ছিল। ওয়ালটন প্যাভিলিয়নে প্রদর্শিত হয় দেড় শতাধিক মডেলের পণ্য।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য অর্ডার পাওয়ার পাশাপাশি কয়েকটি গ্রুপের সাথে এলইডি লাইটিং পণ্য বিক্রির প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে।

ওয়ালটনের সহকারী পরিচালক এবং স্টল ইনচার্জ মুক্তাদির বিল্লাহ বলেন, ‘প্রথম দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মেলায় দেড় শতাধিক মডেলের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করেছে ওয়ালটন। সুন্দর ডিজাইন, বিশ্বমান সম্পন্ন, দেশব্যাপী বিস্তৃত বিশাল সার্ভিস নেটওয়ার্ক থেকে সর্বোত্তম ও দ্রুত বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা, সহজ কিস্তি সুবিধা, এলইডি লাইটিং পণ্যে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দামেও সাশ্রয়ী হওয়ায় সহজেই ক্রেতাদের মন জয় করে নিচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য।’

তিনি জানান, মেলায় মোট ২৪টি গ্রুপ অব কোম্পানিজ ওয়ালটন পণ্য কিনতে আগ্রহ দেখিয়েছে। এরমধ্যে প্যারাগণ গ্রুপের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ এলইডি লাইটের অর্ডার পাওয়া গেছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031