চীনে চংকিং অঞ্চলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিংসাংগুর একটি ব্যক্তি মালিকানাধীন কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খনির ভেতরে ২০ জন আটকা থাকতে পারে। খবর বিবিসির।
সোমবার সকালে খনি বিস্ফোরণের ঘটনায় আটকাপড়া ২০ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। চীনে খনি দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। যদিও খনি নিরাপত্তা উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।
চংকিংয়ের ডেপুটি মেয়র মা হুয়াপিং বলেন, আমরা এখনো নিখোঁজ ২০ শ্রমিকের খোঁজে সব ধরনের উপায়ে তল্লাশি চালিয়ে যাচ্ছি। যতদিন আশা থাকবে ততদিনই আমরা চেষ্টা চালিয়ে যাবো।
দুর্ঘটনার পর দুইজন শ্রমিক অক্ষত অবস্থায় খনি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে সানডং প্রদেশের একটি জিপসাম খনি ধসে আটকেপড়া চারজন শ্রমিককে ৩৬ দিন পর উদ্ধার করা হয়। ওই দুর্ঘটনার পরই খনির মালিক আত্মহত্যা করেছিলেন।
