মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজসহ মো:হারুন (৩০) নামের অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) আড়াইটার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) হুমায়ুন কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানায়, উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকার আয়শা টেইলার্স নামক দোকানের ভিতরে বিশেষ অভিযান চালিয়ে একটি সচল দেশীয় তৈরী এলজি ও চার রাউন্ড কার্তুজ সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।
