মহানগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের নেতা-কর্মীদের কথা নয় বাস্তবে পদক্ষেপ গ্রহন করার কথা বলেছেন।

বৃহস্পতিবার(৩ নভেম্বর) চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন,নগরীতে আমাদের প্রতিটি মহল্লায় মহল্লায় কমিটি গঠন করে বাস্তবে পদক্ষেপ গ্রহন করতে হবে।

সবাইকে আবেদন করবো প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই জিনিসটি পালন করে কয়জন কর্মী সাথে পেয়েছেন তার তালিকা করতে হবে। প্রচুর পরিমানে কর্মী এসে যায়,কিন্ত রাজনীতি পাওয়া যায় না।

আমরা চট্টগ্রামবাসী প্রমাণ করতে চাই। বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে মহানগরী অতি শক্তিশালী সংগঠন।এই সংগঠনকে আরো দ্রুতগতিতে এগিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহন করতে হবে। কথা নয় বাস্তব পদক্ষেগ গ্রহন করতে হবে।

আলোচনা সভায় মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পদক ও সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন,আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে।বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।বাংলাদেশ একটি অর্থনৈতিক দেশ হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।বাংলাদেশ একটি সম্ভাবনার দেশ তা আজ বিশ্বে নেতৃত্বদানকারীরাই মানতে বাধ্য হয়েছে।

এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের চক্রান্ত করছে বিএনপি নামক দলটি।যারা ১৯৭৫ সালে ১৫ আগস্ট সংগঠিত ঘটনাকে এবং ৩ নভেম্বর সংগঠিত জেল হত্যার মত ঘটনা ঘটিয়েছে তারা আরো একটি দূর্ঘটনা ঘটানোর পায়তরা করছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার দোসররা ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের মতো ঘটনো ঘটিয়েছিল।

তিনি আরো বলেন,বিএনপি এখনো হাত পা গুটিয়ে বসে নেই। তারা চেষ্টা করছে কিভাবে আরেকটি ১৫ আগস্ট ও ৩ নভেম্বর সংগঠিত করা যায়।

আওয়ামীলীগকে সঠিক আদর্শ ধারণ করে মানুষের মন জয় করে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে সাধারন মানুষকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি খুরশেদ আলম সুজন,জহিরুল আলম দোভাষ,যুগ্ন সাধারণ সম্পাদক এমরানুল কবির চৌধুরী,মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মো. হাসনী,আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জওহর লালহাজারী।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031