বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরো পুলিশ চট্টগ্রাম জেলার পটিয়ায়।
শুক্রবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের দৌলতপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হলেন- মো.করিম (৩০)।নিহত করিম রাঙামাটি সদর থানায় কর্মরত ছিলেন।তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ছোট ভাই বলে জানা গেছে। আহত পুলিশ সদস্য হলেন আরোহী রুবেল দাশ (৩০)। রুবেল দাশও একই থানায় কর্মরত আছেন।তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ সিটিজি নিউজ ডটকমকে জানান,দুই পুলিশ কনস্টেবল চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে চালিয়ে বাঁশখালী যাচ্ছিলেন। করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। দৌলতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের(চট্টমেট্রো জ-১১-০০৫২) সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান করিম।
দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যাওয়ার কারনে কাউকে আটক করা যায়নি। তবে বাস(চট্টমেট্রো-জ-১১-০০৫২) এবং মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশী হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি রেফায়েত উল্লাহ।
