ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে হবেন বাজে বা ভয়ানক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে বেশিরভাগ জার্মান নাগরিকই ‘শঙ্কিত’, ‘হতাশ’ বা ‘ক্ষুব্ধ’ হবেন।  আর বেশিরভাগ জার্মান নাগরিকেরই ধারণা, হিলারি নির্বাচিত হলে গড় মানের একজন প্রেসিডেন্ট হবেন। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে জার্মানির পত্রিকা লোকাল। খবরে বলা হয়, অনলাইন মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান ইউগভ পরিচালনা করেছে জরিপটি। তাতে অংশ নেন ২ হাজার ৬৮ জন প্রাপ্তবয়স্ক জার্মান নাগরিক। ২০শে অক্টোবর থেকে ২৫শে অক্টোবরের মধ্যে পরিচালনা করা হয় জরিপটি। এর ফলাফল প্রকাশ করা হয়েছে বুধবার। ট্রাম্প প্রেসিডেন্ট হলে কেমন অনুভব করবেনÑ এ প্রশ্ন করা হয় জরিপে অংশ নেয়াদের কাছে। তাদের দুইটি বা তিনটি অনুভূতির কথা উল্লেখ করতে বলা হয়। উত্তরে ৬৫ শতাংশ জার্মান নাগরিকই বলেন, তারা ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘শঙ্কিত’ বোধ করবেন। এক-তৃতীয়াংশেরও বেশি (৩৬ শতাংশ) জার্মান নাগরিক এক্ষেত্রে উল্লেখ করেছেন ‘হতাশ’ হওয়ার কথা। আর ৩০ শতাংশ বলেছেন, ট্রাম্পের প্রেসিডেন্সি তাদের ‘ক্ষুব্ধ’ করবে। একই প্রশ্ন হিলারির ক্ষেত্রে করা হলে তার উত্তরে সর্বোচ্চ ৫২ শতাংশ বলেছেন, তারা ‘স্বস্তি’ বোধ করবেন। পরের দুইটি অনুভূতি হলো ‘আশাবাদী’ (৩৫ শতাংশ) ও ‘খুশি’ (১৫ শতাংশ)। জরিপে অংশ নেয়া মাত্র ১৩ শতাংশ জার্মান বলেছেন, হিলারি ওভাল অফিসের দায়িত্ব নিলে তারা ভীত হবেন।
জরিপে অংশ নেয়া জার্মানদের বেশিরভাগই প্রার্থী হিসেবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন করেছেন। তাদের ৬৯ শতাংশ বলেছেন, প্রার্থী হলে হিলারিকেই ভোট দিতেন তারা। বিপরীতে, মাত্র ৮ শতাংশ জার্মান নাগরিক বলেছেন, তারা ট্রাম্পকে ভোট দিতেন। আর ১৪ শতাংশ বলেছেন, তারা কাউকেই ভোট দিতেন না। বাকি ৯ শতাংশ জানিয়েছেন, তারা কাকে ভোট দিবেন তা নিশ্চিত নন নিজেরাই। হিলারির পক্ষে ৬৯ শতাংশ জার্মান ভোট দিতে চাইলেও ডেমোক্রেট পার্টিতে ভোট দেয়া নিয়ে আপত্তি রয়েছে তাদের। ৫৫ শতাংশ বলেছেন, তারা রাজনৈতিক দল বিবেচনায় ডেমোক্রেট পার্টিকে ভোট দিতেন। রিপাবলিকানদের ক্ষেত্রে এ হার ১০ শতাংশ।
ট্রাম্প প্রেসিডেন্ট হলে কেমন করবেন, তা নিয়েও জার্মানদের অবস্থান স্পষ্ট। তিন-চতুর্থাংশই বলেছেন, ট্রাম্প একজন বাজে বা ভয়ানক নেতা হবেন। মাত্র ৫ শতাংশ মনে করছেন, ট্রাম্প ভালো বা অসাধারণ নেতা হতে পারেন। শীর্ষ জার্মান রাজনীতিবিদদের অনেকেও ট্রাম্প সম্পর্কে নিজেদের অবস্থান খোলাখুলি বলতে পিছুপা হননি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাংক-ওয়ালটার স্টেইনমেয়ার গত আগস্ট মাসেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ‘ঘৃণার প্রচারক’ বলে অভিহিত করেছেন। হিলারি সম্পর্কে বরং জার্মানদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জরিপে অংশ নেয়াদের মধ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ মনে করেন, হিলারি প্রেসিডেন্ট হিসেবে হবেন ‘গড়’ মানের। এক-তৃতীয়াংশ বলেছেন, তিনি ভালো বা অসাধারণ নেতা হতে পারেন। আর ১৭ শতাংশ বলেছেন, হিলারি প্রেসিডেন্ট হলে ভয়ানক বা বাজে নেতা হবেন। ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে ৬৩ শতাংশ মত দিয়েছেন হিলারির পক্ষে। ট্রাম্প ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারবেন, এমনটি মনে করেন ৫ শতাংশ জার্মান নাগরিক। বিশ্বব্যাপী শান্তির পক্ষে প্রচারণার জন্যও হিলারির পক্ষেই সমর্থন দিয়েছেন জরিপে অংশ নেয়াদের অর্ধেকেরও বেশি (৫১ শতাংশ)। আর মাত্র ৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, ট্রাম্প শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারবেন। এর বাইরে এক-তৃতীয়াংশেরও বেশি জার্মান মনে করেন, দুই প্রার্থীর কেউই বিশ্ব শান্তির প্রচারে সক্ষম হবেন না। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় দুই প্রার্থীর কে ভালো করবেন, তা নিয়ে বিভাজন রয়েছে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে। তাদের ৩৯ শতাংশ মনে করেন, এ ক্ষেত্রে হিলারি ভালো করবেন, ১৬ শতাংশের মত এ ক্ষেত্রে ট্রাম্পের পক্ষে। আর ৩৩ শতাংশই বলছেন, দুই প্রার্থীর কেউই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় সক্ষম নন। বাকি ১২ শতাংশ বলেছেন, তারা এই প্রশ্নের উত্তর জানেন না।
মার্কিন নির্বাচন নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন ইউগভের জরিপে অংশ নেয়া বেশিরভাগ জার্মান। তাদের এক-চতুর্থাংশ বলেছেন, তারা এই নির্বাচন নিয়ে ‘অত্যন্ত আগ্রহী’, ৪৬ শতাংশ বলেছেন ‘মোটামুটি আগ্রহী’। মাত্র ৮ শতাংশ বলেছেন, এই নির্বাচন নিয়ে তাদের কোনোই আগ্রহ নেই। ইউগভ একই ধরনের জরিপ বৃটেন, ফ্রান্স, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন ও নরওয়েতে পরিচালনা করেছে। ওইসব দেশের তুলনায় জার্মানদের মধ্যেই মার্কিন নির্বাচন নিয়ে আগ্রহ বেশি। এ ক্ষেত্রে কেবল সুইডিশরা রয়েছে জার্মানদের সমপর্যায়ে। নির্বাচন নিয়ে ফরাসিদের ৫৮ শতাংশ আগ্রহের কথা জানিয়েছেন।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031