আরিস আদুরিজ ইউরোপা লীগে ইতিহাস গড়লেন। ইউরোপের দ্বিতীয় পর্যায়ের এই লীগে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করলেন তিনি। বৃহস্পতিবার ইউরোপা লীগের গ্রুপপর্বে তার দল সেভিয়া ৫-৩ গোলে হারায় বেলজিয়ামের ক্লাব গেনককে। এই ম্যাচে স্পেনের ক্লাবটির হয়ে সব ক’টি গোল করেন স্পানিয়ার্ড এ স্ট্রাইকার। ইউরোপের দ্বিতীয় শ্রেণীর লীগে কোনো খেলোয়াড় এক ম্যাচে পাঁচ গোল করেন সর্বশেষ ১৯৯৪ সালে। সেবার জুভেন্টাসের হয়ে ইউয়েফা কাপে এই কৃতিত্ব দেখান ইতালির ফ্যাব্রিজিও রাভানেলি। এই ইউয়েফা কাপ ২০০৯-১০ সাল থেকে ইউরোপা কাপ নাম ধারন করে। নতুন এই নামের পর এক ম্যাচে প্রথম পাঁচ গোল করলেন ৩৫ বছর বয়সী আদুরিজ। অন্যদিকে ১৯৭১ সালের পর স্পেনের কোনো খেলোয়াড় ইউরোপিয়ান কোনো আসরের এক ম্যাচে ৫ গোল করলেন।
৮ গোলের উত্তেজনাকর ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করেন আদুরিজ। ৮, ২৪ ও ৪৪ মিনিটে গোল করেন তিনি। এরপর ৭৪ ও যোগ করার সময়ের চতুর্থ মিনেটে নিজের পঞ্চম গোল করেন। এই পাঁচ গোলের মধ্যে তিনটিই আসে পেনাল্টি থেকে। এই জয়ে ইউরোপা লীগে গ্রুপপর্বের প্রথম চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো বিলবাও। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বেলজিয়ামের গেনক।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
