জে জেড। হিলারি ক্লিনটনের শেষ মুহূর্তের প্রচারণা মাতালেন হিপ-হপ পপ তারকা বেয়োন্সে, হিলারি ক্লিনটন তখন ক্লিভল্যান্ডে একটি নির্বাচনী প্রচারণা সভায়। তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের উদ্দীপ্ত করার চেষ্টা করছেন। তারা যেনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন এমন আহ্বান জানাচ্ছেন। শুক্রবার এমন সময় তার প্রচারণায় যোগ হলো নতুন এক মাত্রা। উপস্থিত দর্শক, শ্রোতা, সমর্থকদের মধ্যে উল্লাস দেখা দিলো। হিলারির সঙ্গে মঞ্চে উছেঠ এলেন বিয়োন্সে ও জে জেড। সঙ্গে চান্স দ্য র্যাপার। তাদের উপস্থিতিতে হিলারির শিবির যেন মুহূর্তেই নেচে ওঠে। বিয়োন্সে এবং জে জেডকে সঙ্গে নিয়ে হিলারি মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘হ্যালো ক্লিভল্যান্ড!’ এ সময় তিনি বিয়োন্সেকে এমন একজন নারী হিসেবে আখ্যায়িত করেন যিনি অন্য অনেক মানুষের উৎসাহের, অনুপ্রেরণার উৎস হতে পারেন। একই সঙ্গে জে জেডের প্রশংসা করেন। বলেন, আমার দেশ যেসব বৃহৎ চ্যালেঞ্জ মোকাবিলা করছে, দারিদ্র রয়েছে, বর্ণবাদ রয়েছে, ফৌজদারি বিচার ব্যবস্থায় যে জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে তা তুলে ধরেছেন তিনি তার গানে। ক্লিভল্যান্ডে এ কনসার্ট আয়োজন করা হয় কৃষ্ণাঙ্গ ভোটারদের উদ্দেশ্য করে, যেন তারা মঙ্গলবার ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তারা যেন প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করে ইতিহাস গড়েন। এখানে উল্লেখ্য, এ রাজ্যে প্রাইমারি ভোটের সময় ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডারকে হটিয়ে দিয়ে হিলারিকে বিজয়ী করেছিলেন। কিন্তু ২০১২ সালের তুলনায় এবার সেখানে কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোট দেয়ার জার কম। তাদের কেউ কেউ হিলারির দিক থেকে মুখ সরিয়ে নেয়া শুরু করেছেন। কিন্তু তাদের মন ঘোরাণোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন জে জেড। তিনি বলেছেন, হিলারির প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে যোগ্য নন। তিনি বলেন, ট্রাম্পের বিরুদ্ধে আমার কোনো বিষোদগার নেই। কিন্তু তার কথাবার্তা বিভক্তি সৃষ্টিকারী। তিনি আমাদের প্রেসিডেন্ট হতে পারেন না। স্থানীয় সময় রাত ১০টার সামান্য আগে মঞ্চে ওঠেন বিয়োন্সে। তিনি পরিবেশন করেন ‘ফরমেশন’। তিনি এতে হিলারি ক্লিনটনকে নারীদের আদর্শ ও নারীবাদী আন্দোলনের অগ্রদূত হিসেবে আখ্যায়িত করেন। বিয়োন্সে বলেন, আমার কন্যা বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে সে দেখতে পাক যে এ দেশটির নেতৃত্ব দিচ্ছেন একজন নারী। বিয়োন্সে এ কথা বলার সঙ্গে সঙ্গে জনতার ভিতর থেকে উল্লাস প্রকাশ করা হয়। তিনি হিলারি ক্লিনটনের নির্বাচনী স্লোগান তুলে ধরে বলেন, ‘দ্যাট ইজ হোয়াই আই অ্যাম উইথ হার’। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৮ সালে ক্লিভল্যান্ডে নির্বাচনী সমাবেশ শেষ করে দেয়ার সময় যে ধরনের কনসার্ট আয়োজন করা হয়েছিল এটিও ছিল সেরকমই একটি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
