শনিবার রাতে ১৭টি অটোরিকশা জব্দ ও দুজনকে আটক করেছে পুলিশ চট্টগ্রামের কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় মেগা গ্রুপ নামে একটি অটোরিকশার যন্ত্রাংশের গুদামে অভিযান চালিয়ে । আটকদের মধ্যে মেগা গ্রুপের মালিক মো. জাহাঙ্গীর (৫৫) ও ব্যবস্থাপক মো. জাহেদ রয়েছে।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ন কবির বলেন, প্রতিষ্ঠানটি অটোরিকশার বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করে থাকে। তাদের গুদাম থেকে দুই ধরনের চেসিস নম্বর পাওয়া যায় এমন ১৭টি অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা অটোরিকশাগুলোর চেসিস নম্বরের উপরে পাতলা টিনের আবরণ বসিয়ে আরেকটি নম্বর বসানো হয়েছে। পুলিশের ধারণা জব্দ করা অটোরিকশাগুলো চোরাই। চেসিস নম্বর জালিয়াতি করে বিক্রির জন্য তৈরি করেছে।
বিআরটিসি’র মাধ্যমে অটোরিকশাগুলো যাচাই করা হবে জানান অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ন।
