নুরে আলম মিনা চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) বলেছেন বর্তমান সরকার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দেশের উন্নয়নের জন্য পুলিশের ব্যপক সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রচুর পদ সৃষ্টি করেছেন। তাই সকল পুলিশ সদস্যদের আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
রোববার (৬ নভেম্বর) সকাল ১০টায় নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর জন্য ৫০ হাজার জনবল নিয়োগের ঘোষণা দিয়েছিলেন। ইতোমধ্যে ৩৫ হাজার ৯৫ জন নতুন সদস্য পুলিশ বাহিনীতে যুক্ত হয়েছেন।
নতুন জনবল অনুমোদনের পর চট্টগ্রাম জেলা পুলিশে ৫০৪টি নতুন পদ সৃষ্টি হয়েছে এবং জেলায় কনস্টবল থেকে এএসআই ১৭৪ জন, এটিএসআই ৫ জন ও এএসআই থেকে এসআই পদে ৫৪ জনসহ মোট ২৩৩ জন পুলিশ সদস্য পদোন্নতি লাভ করেছে।
একসঙ্গে ১৭৪ জন কনস্টেবল পদোন্নতি পেয়ে এএসআই হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম উল্লেখ করে তিনি বলেন,অনেকের পদোন্নতির বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী ও সরকারের কাছে কৃতজ্ঞ।
তিনি পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিধানের পর তাদেরকে অভিনন্দন জানিয়ে আচরণগত পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, একটি থানায় এএসআই এবং এসআই হচ্ছে মূল এক্সিকিউটিভ অফিসার। জনগণ থানায় গিয়ে পুলিশের কাছ থেকে কতটুকু সেবা পাবে তার পুরোটাই নির্ভর করে এএসআই-এসআইদের উপর। এর বাইরে যারা আছেন তারা হচ্ছেন সুপারভাইজিং অথরিটি। মাঠের কর্মকাণ্ড তাদের উপর পুরোপুরি নির্ভর করে না।
পদোন্নতিপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে পদোন্নতি পেয়েছেন এটা আপনাদের জন্য আমানত। আমানতকে খেয়ানতে পরিণত করবেন না। আপনাদের যা দেয়া হয়েছে, আপনাদের যা প্রাপ্তি তার মর্যাদা আপনারা রাখবেন। সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। জনগণকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে সেবা দেবেন।
শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার নূরেআলম মিনাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপর (ডিএসবি) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভুঁইয়া অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ মশিউদ্দৌলা রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মো. জিয়াউর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহজাহান মিঞাসহ পদস্থ পুলিশ কর্মকর্তাগণ ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।
