হাইকোর্ট রাজধানী ঢাকার চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আদালত অবমাননার রুল দিয়েছেন। চার পুলিশ কর্মকর্তা হলেন-বংশাল থানার ওসি নূর ই আলম সিদ্দিকী, কোতোয়ালি থানার ওসি আবুল হাসান, সূত্রপুর থানার ওসি আশরাফ উদ্দিন ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক। আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রুলের আবেদন করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় তাদের বিরুদ্ধে এই রুল জারি করা হয়। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
