বৃটেনের অনলাইন দ্য এক্সেপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এরই মধ্যে আইএস তার অনুসারীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারাবিশ্বে যখন সতর্ক দৃষ্টি তখন সেখানে জঙ্গি হামলা চালানোর হুমকি দিয়েছে আইএস। বলেছেন, নির্বাচনের দিনে ভোটারদের ওপর হামলা চালাতে। বলেছে, ভোটাররা মঙ্গলবার যখন নির্বাচনী বুথের দিকে অগ্রসর হবে তখনই হামলা চালাতে হবে। এদিন মুসলিমদের ভোট না দিতে আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, মুসলিমরা যেন মানুষসৃষ্ট আইনের কাছে মাথা নত না করেন। এসব কথা বলা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে। বলা হয়েছে, বেশ কতগুলো রাজ্যে এমন হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে আইএস। আল হায়াত নামে আইএসের একটি মিডিয়া গ্রুপের একটি লেখায় এমন হুমকির কথা রয়েছে। ৭ পৃষ্ঠার ওই রচনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এ বছর যে ভয়াবহ প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে তা যুক্তরাষ্ট্র এর আগে কখনো দেখে নি। এ হুমকি পাওয়ার পর সন্ত্রাস বিরোধী ও হোমল্যান্ড সিকিউরিটির সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে। আইএস প্রধান আবু বকর আল বাগদাদির জঙ্গিরা বলেছে, ডেমোক্রেট ও রিপাবলিকান দু’পক্ষই ইসলাম ও মুসলিমদের নীতির বিরোধী। এফবিআইয়ের এক মুখপাত্র বলেছেন, সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য সন্ত্রাসী বিরোধী ও হোমল্যান্ড সিকিউরিটির সদস্যদের মোতায়েন করা হচ্ছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031