প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যবীমা (হেলথকেয়ার) বিষয়ক আইন ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর খুব দ্রুততার সঙ্গে বাতিল করে দেয়া হবে । এই আইনটি ওবামা-কেয়ার নামেও পরিচিত। ৮ই নভেম্বরের নির্বাচনে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চলে এসেছে রিপাবলিকানদের হাতে। তাই তারা এরই মধ্যে ওবামাকেয়ার আইন বাতিল করে দেয়ার প্রস্তুতি শুরু করেছে। তারা প্রত্যাশা করছে খুব তাড়াতাড়িই তারা এটা করতে পারবেন। এসব কথা বলেছেন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা মিশ ম্যাককনেল। নির্বাচনে যখন ডনাল্ড ট্রাম্পের বিজয় তিনি নিশ্চিত দেখতে পান তখনই তিনি একটি বিবৃতি দেন। তাতে তিনি বলেন, এটা (ওবামাকেয়ার) বাতিল করা আমাদের এজেন্ডাগুলোর মধ্যে অগ্রাধিকারে রয়েছে। আপনারা তা জানেন। আমরা যদি এটা বাতিল করতে অগ্রসর না হই এবং আমেরিকার মানুষকে দেয়া প্রতিশ্রুতি না রাখি তাহলে আমি হতাশ হবো। উল্লেখ্য, প্রেসিডেন্ট বারাক ওবামা ওবামাকেয়ার চালু করেন। এটাকে সবচেয়ে বাজে একটি আইন বলে উল্লেখ করেছেন ম্যাককনেল। নির্বাচনী প্রচারের সময়ও এ আইনটি বাতিল করার কথা জোরালোভাবে বলেছেন ডনাল্ড ট্রাম্প। ওবমাকেয়ার আইনের আওতায় প্রায় এক কোটি ১০ লাখ মার্কিনি রাজ্যে অথবা কেন্দ্রীয় ইন্সুরেন্স সুবিধা পাচ্ছেন। প্রায় দেড় কোটি মানুষ মেডিকেইডের সুবিধা পাচ্ছেন। মার্কিন স্বাস্থ্য কর্মসূচির আওতায় দরিদ্র মানুষরা এসব সুবিধা পান। এ আইনটি বাতিল করার জন্য রিপাবলিকানরা এ যাবত ৬০ বার মার্কিন কংগ্রেসে চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
