রাজকোটে সম্ভব হয়নি ইংলিশ ব্যাটসম্যানদের নিয়ে ভারতীয় স্পিনাররা যে খেল দেখাতে চেয়েছিল। বরং বলা যায় ভারতের তিন স্পিনারকে নিয়ে খেলা করলেন ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান জো রুট ও মঈন আলী। সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন চতুর্থ উইকেটে ১৭৯ রানের জুটি গড়ে রুট ফেরেন ১২৪ রানে। মঈন আলী দিন শেষে অপরাজিত ছিলেন ৯৯ রানে। দিনের খেলা তখনও ২ ওভার বাকি। সেঞ্চুররি জন্য মঈন আলীর প্রয়োজন ৩ রান। কিন্তু সেঞ্চুরির জন্য মোটেও তাড়াহুড়া করলেন না ইংল্যান্ডের এ ব্যাটিং অলরাউন্ডার। শেষ ২ ওভারে তিনি মাত্র ২ রান নিয়ে অপরাজিত থাকলেন ৯৯ রানে। আর আজ দ্বিতীয়দিন ব্যাটে দারুণভাবে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন তিনি। পঞ্চম উইকেটে বেন স্টোকসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে তিনি ফিরলেন ১১৭ রানে। ক্যারিয়ার মঈন আলী এরচেয়ে বেশি রান তরেছেন মাত্র একবার। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৫৫ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু ভারতের বিপক্ষের এই ইনিংসে মঈন আলীর ক্যারিয়ার সেরা বলে উল্লেখ করলেন সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ বয়কট। বর্তমানে ধারাভাষ্য দেয়া এ কিংবদন্তি বলেন, ‘দুর্দান্ত ইনিংস। বল ড্রাইভের ওপর দারুণ নিয়ন্ত্রণ। স্পিনের বিপক্ষে দারুণ ব্যাট চালানোর ভঙ্গি। আমার মনে হচ্ছে, এটাই মঈন আলীর ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। রুট আর মঈন আলী ভারতের হাত থেকে ম্যাচটা বের করে নিলো।’
দ্বিতীয় দিনে মঈন ফিরে গেলেওবেন স্টোকস ফিফটি আদায় করে নিয়েছেন। ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩৭৮ রান। স্টোকস ৫০ ও জনি বেয়ারস্টো ১৮ রানে অপরাজিত।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
