প্রত্নতত্ত্ববিদরা মিশরের এক সমাধিতে হাজার বছরের পুরোনো একটি মমির সন্ধান পেয়েছেন । সেই মমি রয়েছে ‘অত্যন্ত ভালো অবস্থায়’।  ওই সমাধিটি সম্ভবত খ্রিস্টপূর্ব ১০৭৫ থেকে খ্রিস্টপূর্ব ৬৬৪ সালের মধ্যে তৈরি করা হয়েছিল। মিশরের পুরাতত্ত মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, লুক্সর শহরে স্প্যানিশ প্রতœতত্ত্ববিদরা সন্ধান পেয়েছেন হাজার বছরের পুরোনো ওই মমির, যা প্রায় অক্ষতই রয়েছে। নীল নদের তীরে মিশরীয় রাজধানী কায়রো শহরের ৭শ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই সমাধি। রোববার ওই মমির খবর জানিয়ে দেয়া এক বিবৃতিতে পুরাতত্ত মন্ত্রণালয় জানায়, মমিটি লিনেন ও প্লাস্টারে বাঁধাই করা অবস্থায় পাওয়া গিয়েছে। এর কফিনটি উজ্জ্বল রঙের কাঠের তৈরি। চতুর্থ সহ¯্রাব্দের যোদ্ধা রাজা তুতমোস তৃতীয়ের সময় ওই কফিনটি দাফন করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পুরাতত্ত মন্ত্রণালয় বলছে, ওই সমাধিটি সম্ভবত আমেনরেনেফের, যিনি ছিলেন ‘রাজভবনের একজন সেবক’। প্রতœতত্ত্ববিদ দলের প্রধান মরিয়ম সেকো আলভারেজ বলেন, নানা ধরনের রঙিন উপদানে সুসজ্জিত অবস্থায় পাওয়া গেছে মমিটি। এসব উপাদান প্রাচীন মিশরের ধর্মীয় প্রতীকগুলোকে স্মরণ করিয়ে দেয়। মিশরীয় দেবী আইসি, পাখাসহ দেবী নেফটাইস, হোরাসের চার সন্তানÑ এসবই উৎকীর্ণ ছিল মমির কফিনে। মিশরে মৃতদেহকে সংরক্ষণের জন্য মমি করার প্রথা প্রায় সাড়ে চার হাজার বছরের পুরোনো। নীল নদের তীরে লুক্সর শহরে রয়েছে প্রায় ৫০ লাখ মানুষের বাস। মিশরের ফারাওদের গড়ে তোলা এই শহরে রয়েছে অনেক সমাধি ও উপাসনালয়। মিশরের পর্যটন শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটি। তবে ২০১১ সালে মিশরে আরব বসন্তের সময় থেকে এই শহরটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031