রাজধানীতে বুধবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-পয়সা ও মালামাল খুইয়েছেন অন্তত ৭ ব্যক্তি। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের স্বজন ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এরা হচ্ছেন মো. রায়হান (২২), দিদার (২২), মামুনুর রশীদ (৪৫), মো. এনামুল (৩০), শহীদুল আলম (২৩), মো. আব্দুল মান্নান (৩৫) ও অজ্ঞাত (৬০)।
জ্ঞান হারানো মো. রায়হানের সঙ্গী জিয়ারুল ইসলাম জানান, তাদের বাড়ি সাতক্ষীরা। সেখান থেকে ঢাকায় আসার পথে বাসে ডিমসহ আরও কিছু জিনিস খায় রায়হান। এরপর বাসেই তিনি অচেতন হয়ে পড়েন। তাকে গুলিস্তান এলাকা থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী রায়হানের কাছে সাড়ে চার হাজার টাকা ছিল। সে টাকা খোয়া গেছে বলেও জানিয়েছেন জিয়ারুল।
পৃথক ঘটনায় বংশাল এলাকায় দিদার (২২) নামে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দুপুর ১টায় ঢামেকে ভর্তি করেন বংশাল থানার এসআই এনদাদুল।
এসআই জানান, উদ্ধারের সময় শুধু নিজের নাম বলতে পেরেছেন দিদার। ঘটনার কোনও বিবরণ জানাতে পারেননি তিনি।
অন্যদিকে, গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী মামুনুর রশীদ (৪৫) এর স্ত্রী মোহসিনা বেগম জানান, তাদের বাড়ি শনির আখড়া। সকালে ব্যবসায়িক কাজে সেখান থেকে মিরপুর এসেছিলেন মামুনুর রশীদ। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিরপুর-১০ নম্বরে অচেতন হয়ে পড়েন তিনি। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢামেকে ভর্তি করিয়েছেন তিনি।
অচেতন মো. এনামুল (৩০) ও শহীদুল আলম (২৩) এর সহকর্মী ওমর ফারুক জানান, তারা পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। অফিসের কাজে এনামুল ও শহীদুল একসঙ্গে আগারগাঁও গিয়েছিলেন। সেখানে কাজ শেষে ফেরার পথে বাসে বসে হালুয়া খায় তারা। এরপর পল্টনে নেমে প্রতিষ্ঠানের সামনে এসে দু’জনই অচেতন হয়ে পড়ে। পরে তিনি দু’জনকে উদ্ধার করে দুপুর সাড়ে তিনটার সময় ঢামেকে ভর্তি করেন। তাদের কাছ থেকে কিছু খোয়া গেছে কিনা তা এখনও বলতে পারেননি সহকর্মী ওমর ফারুক।
পৃথক ঘটনায় যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যায় ঢামেকে ভর্তি করেছেন যাত্রাবাড়ী থানার এসআই নূর আলী। অচেতন থাকায় তার নাম জানা সম্ভব হয়নি।
এছাড়াও রাত ৮টার দিকে মেটলাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার মো. আব্দুল মান্নানকে (৩৫) উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেছেন পল্টন থানার এসআই মিজান।
