প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পাড়ি জমিয়েছে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন।

তিনি আজ চট্টগ্রাম ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের নব-নির্মিত ট্রেনিজ হোস্টেল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

তিনি বলেন, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের প্রশিক্ষণের গুনগতমান, আন্তর্জাতিক নৌ-সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফ্টি এজেন্সী কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত।

তাছাড়া ২০১৪ সাল হতে এ ইন্সটিটিউট আন্তর্জাতিক মানদন্ডের স্বীকৃতি স্বরূপ এবং পরবর্তী সময়ে ১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে হতে সার্টিফিকেট অর্জন করেছে।এ সকল প্রশিক্ষণার্থীগণ জাহাজে চাকুরীর পাশা-পাশি দেশে-বিদেশে তথা আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান (শীপ ইয়ার্ডে) কাজ করার সুযোগ পাচ্ছেন।

ক্যাম্পাসে শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার এবং পুরাতন নাবিকদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অধিগ্রহণকৃত স্থানে আলাদা একটি আন্তর্জাতিকমানের সীম্যান হোস্টেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া বর্তমান জরাজীর্ণ সীম্যান হোস্টেল ভবনের স্থানে “বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মেরিটাইম মিউজিয়াম” নির্মানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ এমপি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বিয়ার এডমিরাল খালেদ ইকবাল, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম প্রমূখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031