সৌদি আরবের মদিনায় বাংলাদেশ দূতাবাস ও সোনালী ব্যাংকের যৌথ উদ্যোগে রেমিটারস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সৌদি আরব সময় রাত ১০টায় মদিনা আল মনোয়ারার আজিজিয়ার আল নাসিম কমিউনিটি সেন্টারে এই কনফারেন্স হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম।

কাউন্সিলর আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ও রিয়াদ প্রতিনিধি আবদুল ওয়াহাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ড. আবুল হাসান, পলিটিক্যাল কাউন্সিলর ড. ফরিদ উদ্দিন, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর মোকাম্মেল হোসেন, কাউন্সিলর আলতাফ হোসেন এবং সোনালী ব্যাংকের জেদ্দা প্রতিনিধি মনজুরুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে মুসা আবদুল জলিল, আবদুল মালেক মাদানি, আমির উদ্দিন চৌধুরী, জহিরুল হুদা আলমগীর, মো. জাকির হোসেন বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক দিন দিন আরো গভীর হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরবে রাষ্ট্রীয় সফর এক মাইল ফলকের সৃষ্টি করেছে। যার ফলে দুই দেশের সম্পর্ক আরো গভীর থেকে গভীরতর হয়েছে। বিগত বছরগুলোতে যা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল।

রাষ্ট্রদূত বলেন, ‘আমরা আমাদের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সৌদি বাদশাকে বাংলাদেশ সফরে যাওয়ার ব্যাপারে সম্মত করতে পেরেছি। স্বাধীনতার পর কোনো সৌদি বাদশা বাংলাদেশ সফরে যায়নি। সে হিসেবে এটি একটি বিরাট অর্জন।’

রাষ্ট্রদূত আরো বলেন, ‘আমরা আবার ভিসা চালুর ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করেছি। প্রথমে হাউস মেইড ও পরে সেই সঙ্গে পুরুষ শ্রমিক ভিসা এখন পুরোপুরি খুলে গেল। রিয়াদ ও জেদ্দায় পলাতক নারী শ্রমিকদের জন্য সেইফ হাউস খোলা হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে মদিনায়ও সেইফ হাউস খোলা হবে।’

কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রেমিটেন্স সাপ্লাইয়ার। কিন্তু হঠাৎ করেই এ সাপ্লাইয়ে ব্যাপক ধস নেমেছে। এর কারণগুলো আমাদের চিহ্নিত করতে হবে। বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর ব্যাপারে সবাইকে উৎসাহিত করতে হবে। হুন্ডি ও বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেন কমিয়ে দেশের উন্নয়নে সাহায্য করতে হবে। এ জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

সভাপতির বক্তব্যে মনজুরুল ইসলাম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। মদিনা কমিউনিটির নেতাদের অভিনন্দন জানান। রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আরো গতিশীলতা আসবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031