দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন উত্তর-মধ্য ইরানে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আজ সকালে এই দুর্ঘটনা ঘটে। ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে ইরানের সেমনান প্রদেশে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতের সংখ্যা কমপক্ষে ৫২ জন। আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। ওই দুই ট্রেনে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে দেখা যায়, ট্রেনের চারটি বগি উল্টে গেছে। এর মধ্যে দুইটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। ইরানে রেড ক্রিসেন্টের একজন মুখপাত্র মোস্তাফা মোরতাজাভি ফার্সকে বলেন, অগ্নিনির্বাপকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। খবরে বলা হয়, একটি ট্রেন সেমনান প্রদেশের শাহরৌদ শহরের হাফট-খান স্টেশনে দাঁড়িয়েছিল। ওই সময়ই বিপরীত দিক থেকে অন্য একটি ট্রেনে এসে তাতে ধাক্কা দেয়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
