পুলিশ হয়রানি, চাঁদাবাজির প্রতিবাদ, পার্কিং স্পট নির্ধারণ, বিভিন্ন পরিবহনের ভাড়া নির্ধারণসহ ৯ দফা দাবিতে বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।

পরিবহন মালিকদের সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের ফলে আজ মঙ্গলবার সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম এবং ঢাকার উদ্দেশে কোনও যান চলাচল না করায় স্থানীয়রা পড়েছেন চরম ভোগান্তিতে। সকাল থেকে বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলো বন্ধ দেখা যায়।  অন্যদিকে, বন্ধ রয়েছে বান্দরবান-রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। এদিকে, যান চলাচল বন্ধ থাকার কারণে বান্দরবানে ভ্রমণে আসা পর্যটকরা পড়েছেন বেকায়দায়।

এ ব্যাপারে পূর্বানী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু বলেন, চট্টগ্রামের শ্রমিক সংগঠনের নির্দেশনা অনুসারে বান্দরবানে পরিবহন ধর্মঘট পালন করা হচ্ছে।

এদিকে, বান্দরবান-চট্টগ্রাম ও ঢাকা সড়কেযান চলাচল বন্ধ থাকলেও বান্দরবান-কেরানীহাট ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল করছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

অন্যদিকে, বাস-জিপ মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, বাস, জিপসহ আমাদের লাইনের গাড়ি গুলো চলাচল করছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031