জেনে নিন নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কোন কোন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না-
- ভ্রমণের টিকেটের কখনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না। নাম, ঠিকানাসহ বিভিন্ন ধরনের তথ্য থাকে টিকেটে। যাওয়া-আসা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। এগুলো থেকে আরও অনেক ব্যক্তিগত তথ্য বের করে ফেলতে পারে দুর্বৃত্তরা। তাই সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।
- পে-চেক ও ক্রেডিট কার্ডের ছবি প্রকাশ করা বিপদজনক। এমন কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবেন না যেগুলো থেকে আপনার ব্যাংক সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
- লটারি জিতে আনন্দের আতিশয্যে লটারির টিকেট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে যাবেন না! কারণ স্ক্যান করা বারকোড অনুকরণে লটারির টিকেট চুরি হয়ে যাওয়া অসম্ভব নয়।
- কর্মক্ষেত্রের গোপনীয় তথ্য সম্বলিত কোনও কিছুর ছবি প্রকাশ করা থেকে বিরত থাকুন।
- জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট কখনোই প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়ায়।
- নিজের করা এমন কোনও কাজের ছবি প্রকাশ করবেন না যেটার এখনও কপিরাইট করা হয়নি। নিজের কোনও লেখালেখির অংশ পাবলিশ হওয়ার আগে ছবি তুলে ফেসবুকে না দেওয়াই ভালো।
